ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ৬:৩১ পূর্বাহ্ন

দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ফুটপাত ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট: Monday, December 15, 2025 - 12:33 am

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর সদর সিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক ফুটপাত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম বজলুর রহমান (৬০)। তার বাড়ি পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার হাট শিবপুর গ্রামে। বজলুর প্রায় ১০-১২ বছর ধরে বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনে হাটবারে ফুটপাতে ব্যবসা করতেন। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। হাটশিবপুর থেকে আসা মৃত বজলুর শ্যালক তুহিন মিয়া বলেন, দুলাভাই বজলু পাঁচ ওয়াক্ত নামাজী ছিলেন।

সপ্তাহে দুই দিন হাটবারে দুর্গাপুর সদর সিংগাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনের রাস্তায় ফুটপাতে বিভিন্ন রকমের পণ্য নিয়ে ব্যবসা করতেন। গতকাল রোববার দুপুরে ফুটপাতে দোকান খোলা রেখে জোহরের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ পর তিনি একটু আরামের জন্য শুয়ে পড়েন। পরে দোকানের খদ্দেররা তার জন্য অপেক্ষা করতে থাকেন। ঘণ্টায় পেরিয়ে গেলেও তিনি না আসায় মসজিদের ওপরে গিয়ে দেখা যায় তিনি শুয়ে থাকা অবস্থায় মারা গেছেন। দুর্গাপুর সদর সিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মজনু আলী জানান, মসজিদ মার্কেটের নিচে বসা ফুটপাত ব্যবসায়ী বজলুর নামাজী ব্যক্তি ছিলেন। অনেক সময় তিনি মসজিদে নামাজ শেষে বিশ্রাম নিতেন।

এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম বলেন, হার্টঅ্যাটাক বা স্টোকজনিত কারনে তার মৃত্যু হতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার বা কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।