ঢাকা | ডিসেম্বর ১৪, ২০২৫ - ১২:১৭ অপরাহ্ন

হাদি ও এরশাদের ওপর হামলাকারীদের বিচার চান মিনু

  • আপডেট: Sunday, December 14, 2025 - 12:35 am

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি ও চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ন্যাক্কারজনক হামলা করার সাহস না পায়। আমাদের সন্তানতুল্য ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর বাটার মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনো হামলা-মামলাকে ভয় পায় না। দীর্ঘ ১৭ বছর তারা হামলা-মামলা ও নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্বাচন বানচালের যে অপচেষ্টা চালাচ্ছে তা কখনোই বাস্তবায়ন হবে না। জিয়ার সৈনিকেরা ভয় পায় না। জিয়ার সৈনিকেরা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রাজপথে ছিল, আছে ও থাকবে।

আমরা এই প্রতিবাদ মিছিল থেকে ওসমান হাদি ও বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের হামলা চালানোর সাহস কেউ দেখালে জনগণকে সাথে নিয়ে বিএনপি তা রুখে দিবে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মানুন অর রশীদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহিলাদলের কেন্দ্রীয় নেত্রী রোকসানা পারভিন টুকটুকি, রাজশাহী মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন ও ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, আবুল কালাম আজাদ সুইট, আলী আশরাফ মাসুম ও ওয়ালিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে বাটার মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর মালেপাড়া, সোনাদিঘির মোড়, মনিচত্বর, সাহেব বাজার, জিরো পয়েন্ট ও গনকপাড়াও হয়ে আবার বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ বিভিন্ন থানা এবং ওয়ার্ডের বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।