শাপলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার সকাল ১১টায় সংস্থার রাজশাহীস্থ সপুরায় শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
শুরুতে সাধারণ পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং পরিচয় পর্বের মাধ্যমে এজিএম এর কার্যক্রম শুরু হয়। এরপর সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং শাপলা কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহসিন আলী আগত সকল অতিথি ও সদস্যদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।
পরে তিনি বার্ষিক সাধারণ সভায় গত জুলাই ২০২৫ হতে নভেম্বর ২০২৫ মেয়াদের সংস্থার কার্যক্রম সংক্রান্ত এবং গত জুলাই ২০২৫ হতে নভেম্বর ২০২৫ মেয়াদের সংস্থার আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপিত কার্যক্রম ও বাজেট নিয়ে হাউসে বিস্তারিত আলোচনা, পর্যালোচনা ও পুংখানুপুংখু বিশ্লেষণ শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিতে তা হাউসে অনুমোদিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আইয়ুব আলী। সবশেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে সাধারণ পরিষদের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ (সংস্থার সুহৃদ) অংশগ্রহণ করেন এবং সংস্থার সার্বিক ও টেকসই উন্নয়নের লক্ষে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। তারা সকলে সংস্থার সকল কার্যক্রম মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে কাজ করাসহ সার্বিক সহযোগিতার অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেন।











