ঢাকা | ডিসেম্বর ১৪, ২০২৫ - ১২:১৭ অপরাহ্ন

রুয়েটের অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, December 14, 2025 - 12:01 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ৮৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অর্থ কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভায় রুয়েটের একাডেমিক ও প্রশাসনিকসহ সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে, রুয়েটের আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের শেষ বর্ষের থিসিস ও প্রজেক্টের জন্য আর্থিক বরাদ্দ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, ডরমিটরি পরিচালনা ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন এবং হলের শিক্ষার্থীদের বিভিন্ন ফিস অনলাইনের মাধ্যমে হলের ব্যাংক হিসাব শাখায় জমা দেয়ার বিষয়ে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালকের প্রস্তাবনার প্রেক্ষিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অর্থ কমিটির সদস্য সচিব ও কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সুফিয়ান মো. জিয়া হাসান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম. মোফাখখারুল ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারী মাধ্যমিক-৩ শাখা) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী।