ঢাকা | ডিসেম্বর ১৪, ২০২৫ - ১২:১৭ অপরাহ্ন

বিভিন্ন স্থানে হাদির ওপরে হামলার প্রতিবাদ

  • আপডেট: Sunday, December 14, 2025 - 12:06 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ এর আশপাশের বিভিন্ন অঞ্চলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করা হয়েছে।

এনসিপি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় রাজশাহী জিরো পয়েন্টে এনসিপির রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দের অংশগ্রহণে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে মনিচত্বর ঘুরে নগর এনসিপির কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কার্যক্রমটি শেষ হয়। পথসভায় মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী ও সদস্য সচিব আতিকুর রহমান। বক্তারা বলেন, দেশে ভারতীয় ‘র’ এর যড়যন্ত্র চলছে এবং নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এছাড়া জুলাই যোদ্ধাদের টার্গেটের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা চলছে। আমরা এই যড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত সাথে সাথে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো তৎপর হওয়ার তাগিদ দেন তারা।

পবা

ওসমান হাদি এবং বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদ ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মোহনপুর বিএনপি। গতকাল শনিবার বিকেল পাঁচটায় মোহনপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে উপজেলা সদরের সামনে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

চারঘাট

ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাস হামলার প্রতিবাদে রাজশাহীর চারঘাটে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার বিকেলে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পল্লীবিদ্যুৎ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল, নিমপাড়া ইউনিয়নের বিএনপির সভাপিত শাহিনুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুসহ চারঘাট উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পুঠিয়া

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে তার নির্বাচনি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উপজেলা সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সেখানে বক্তব্যে রাখেন, রাজশাহী- ৫ ‘পুঠিয়া-দূর্গাপুর’ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি বলেন, ওসমান হাদির ওপর যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মহাদেবপুর

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপি এবং ধানের শীষের সমর্থক গোষ্ঠী পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রথম বিক্ষোভে গত নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও এবার মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেটের নেতৃত্বাধীন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী, এবারও মনোনয়নপ্রত্যাশী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আকতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতৃত্বাধীন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একসাথে অংশ নেন।

নাচোল

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে নাচোল পৌর ও উপজেলা বিএনপি আয়োজনে এবং সাবেক এমপি আমিনুল ইসলামের নির্দেশনায় এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নাচোল ডাকবাংলো চত্বর থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাচোল বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা প্রমুখ।

শিবগঞ্জ

ওসমান হাদির ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল ইসলাম ও শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম প্রমুখ। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে

তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে ওসমান হাদির ওপর নেক্কারজনক হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ উপজেলা শাখার আয়জনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাবের চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ অনুঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবয়ক, মেহেদী হাসান নিরব, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শামীম হোসেন সাদীক, বাধন, জুলাই যোদ্ধা সোহান, আতিক প্রমুখ।

গোমস্তাপুর

ওসমান হাদিকে গুলি করে আহত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল আয়োজন করে। গতকাল শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে রহনপুর রেলস্টেশনে এসে শেষ হয় মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।