ঢাকা | ডিসেম্বর ১৪, ২০২৫ - ১২:১৭ অপরাহ্ন

বাঘায় আঙিনায় চাষ করা গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, December 14, 2025 - 12:26 am

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় বাড়ির আঙিনায় চাষ করা বিশাল গাঁজার গাছসহ মাদক সেবনকারী ও বিক্রেতা হাফিজুরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে উপজেলার ছাতারী এলাকায় গাঁজার গাছ উদ্ধারসহ হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। গত ৭ ডিসেম্বর বাঘা উপজেলায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন সেরাজুল হক। তাঁর চাওয়া- দেশের মানুষের কল্যাণে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাওয়া।

এজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপরাধীদের তথ্য চেয়ে পোস্ট দেন। ওসির এই চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখেছেন বাঘার সুশীল সমাজ। তবে যোগদানের ৬ দিনের মাথায় তিনি দেখালেন নতুন চমক। সীমান্তবর্তী ইউনিয়ন পদ্মার চরাঞ্চলে অতি গোপনে কিছু বাড়িতে কম-বেশি গাঁজার চাষ হয়ে থাকে।

যা বিগত দিনে আটক-জব্দ দুটোয় করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। কিন্তু এবার মিলল সমতল এলাকার ছাতারী গ্রামে। সেখানে নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছিলেন ঐ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গত শুক্রবার রাত ৯টায় আসামি হাফিজুলকে গ্রেপ্তার করে তার দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক গাঁজার গাছটি জব্দ করা হয়।

সে বেশ কিছুদিন পূর্বে গাছটি রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেবন ও বিক্রয় করে আসছিলে। ওসি আরো জানান, এ সংক্রান্তে মাদক বিরোধী আইনে একটা মামলা রজু করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।