নগরীতে সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে মায়ের ওয়ারিশসূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মামাতো ভাই ও তার ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নগরীর চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারী আজগর আলী (৫৫) মতিহার থানার বামনশিকড় এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, চন্দ্রিমা থানাধীন কালুমের এলাকায় তার মা মৃত গেয়েজানের নামে ওয়ারিশসূত্রে প্রাপ্ত ১৫ শতক জমি রয়েছে। ওই জমির খাজনা ২০৩২ সাল পর্যন্ত পরিশোধ করা আছে।
অভিযোগে বলা হয়, উক্ত জমির বৈধ মালিক তিনি নিজে, তার দুই ভাই ও দুই বোন। ওয়ারিশ ও বাটোয়ারা দলিল অনুযায়ী জমিটি তাদের মালিকানাধীন হলেও মামাতো ভাই আফসার (৫৫), ইয়াছিন (৪৫) এবং ভাতিজা আব্দুস সাত্তার (৪০) একত্রিত হয়ে পেশিশক্তির মাধ্যমে জমিটি দখল করে সেখানে কয়েকদিন ধরে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।
ঘটনার দিন গতকাল শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে বিষয়টি জানতে পেরে অভিযোগকারীসহ তার ভাইবোনেরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করতে অনুরোধ করেন। এসময় অভিযুক্তরা তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মারধরের উদ্দেশে তেড়ে এলে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে অভিযুক্তরা বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে অভিযুক্তদের হুমকি ও আক্রোশমূলক আচরণের কারণে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার এই সমস্যার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাসহ ন্যায় বিচারের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, তিনি বর্তমানে থানার বাইরে অবস্থান করছেন। তিনি বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ থানায় দায়ের হয়ে থাকলে তা যাচাই করে বিস্তারিত জানানো যাবে। অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজন হলে আদালতের মাধ্যমে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়া হবে।











