ঢাকা | ডিসেম্বর ১৪, ২০২৫ - ১২:১৮ অপরাহ্ন

নওহাটায় হিফযুল কুরআন সম্পন্নকারীদের পাগড়ি প্রদান

  • আপডেট: Sunday, December 14, 2025 - 12:19 am

স্টাফ রিপোর্টার: নওহাটায় আল মাদরাসাতু হিফযুল কুরআন আস সালাফিইয়া’র উদ্যোগে হিফযুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় নওহাটা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হিফযুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওহাটা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শেখ মো. মকবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআনের হাফেজরা জাতির গর্ব। কুরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবতার মুক্তির সনদ। যারা জীবনের মূল্যবান সময় ব্যয় করে কুরআন হিফয করে, তারা সমাজকে আলোর পথ দেখায়। নৈতিকতা ও আদর্শিক সমাজ গঠনে কুরআন শিক্ষার কোনো বিকল্প নেই।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীন ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওহাটা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ ভিত্তিক মাদ্রাসার পরিচালক ও খতিব জাবিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন নওহাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহসান আব্দুর রব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। আলোচনা সভায় বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব, হিফয শিক্ষার মানোন্নয়ন ও দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।