ঢাকা | ডিসেম্বর ১৪, ২০২৫ - ৭:৫২ পূর্বাহ্ন

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপডেট: Sunday, December 14, 2025 - 12:25 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে দায়িত্ব গ্রহণ করেছে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের নতুন কার্যনির্বাহী কমিটি।

গতকাল শনিবার রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে ক্লাবের পঞ্চম ইনস্টলেশন সেরিমনি অনুষ্ঠিত হয়। উৎসবমুখর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটি তার পঞ্চম বর্ষে পদার্পণ করে এবং রোটারি ২০২৫-২৬ বছরের প্রতিপাদ্য হিসেবে ঘোষণা করা হয় ‘ঐক্যবদ্ধ’ থিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান।

সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের পরিচালক রোটারিয়ান প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল জোন-৫ এর ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান আমিনুল ইসলাম শাহীন, রোটারিয়ান ফখরুল ইসলাম, রোটারিয়ান ওয়াসিকুর রহমান, লায়ন ড. কাজী কামাল আহমেদ, রাজশাহী টিটিসির প্রিন্সিপাল নাজমুল হক, রোটারি পাবলিক ইমেজের পরিচালক ড. গোলাম মাওলা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান শরিফুল হক ও বিগত বছরের সাধারণ সম্পাদক রোটারিয়ান আতিকুর রহমান ক্লাবের গত চার বছরের অর্জন ও চলমান কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে সামাজিক সম্প্রীতিতে বিশেষ অবদানের জন্য লায়ন ড. এম এ মান্নানকে “রোটারি ক্লাব প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।

এছাড়া পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের জন্য সাইফুল ইসলাম ও শাওকাত হোসেনকে “ক্লাব এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড” দেয়া হয়। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা আইডিয়াল একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী মালিহা মাহজাবিন সামাহকে পুরস্কৃত করা হয়।