ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

রোটারি ক্লাব অব রাজশাহীর নিয়মিত সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, December 14, 2025 - 12:15 am

প্রেস বিজ্ঞপ্তি: রোটারি ক্লাব অব রাজশাহীর নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর সাহেব বাজারস্থ নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান শফিউদ্দীন আহমেদ, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম আব্দুল খালেক, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মনোয়ার হোসেন সেলিম, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মেরাজ শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি রোটা. ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, পিপি রোটা. ইঞ্জিনিয়ার কামাল হোসেন, পিপি রোটা. সাদাত হোসেন ইথার, রোটা. সাবরিন সারমিন বনি, রোটা. ম্হোাম্মদ জাহাঙ্গীর, রোটা. সুমন হালদার। সভায় আগামী ২৪ ডিসেম্বর রোটারি ক্লাব অব রাজশাহীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া ক্লাব এসেম্বলি, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, পারিবারিক পিকনিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।