মোহনপুরে কৃষকের ৩২টি ফলজ গাছ গেটে ফেলার অভিযোগ
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে গম চাষকৃত জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট এবং আম, কাঁঠাল ও কলাসহ ৩২টি ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ময়োদ আলী (৬৫) মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ময়োদ আলী বেড়াবাড়ি গ্রামের বাসিন্দা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার সঙ্গে একই এলাকার শামিম, মুনজুর, মনি, মমিন, রনি, সোহান, কেরামত ও রোহানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে পূর্বে থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত ২৭ নভেম্বর আদালতে জামিন নিতে গেলে অভিযুক্তরা ভাড়া করা লোকজনসহ তাকে বাধা দেয় এবং জোরপূর্বক তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
বিরোধের জের ধরে গত ৭ ডিসেম্বর অভিযুক্তরা তার গম চাষকৃত জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে দেয়। পাশাপাশি আম, কাঁঠাল ও কলাসহ মোট ৩২টি ফলজ গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে। ভুক্তভোগী জানান, ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দেয়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনার পর গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিনি মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











