ঢাকা | ডিসেম্বর ১৪, ২০২৫ - ৬:২৩ অপরাহ্ন

বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ

  • আপডেট: Sunday, December 14, 2025 - 12:35 am

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন করে ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সাধারণ সভায় যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়।

সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় তাঁদের পরিচয় পাঠ করা হয়, শুভেচ্ছা বিনিময় করা হয় এবং প্রেসক্লাবের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।