নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওএসডি
স্টাফ রিপোর্টার: রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের আলোচিত অধ্যক্ষ কালাচাঁদ শীলকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়ালকে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে অধ্যক্ষ কালাচাঁদ শীলের বিরুদ্ধে হিসাবরক্ষক নিয়োগে অনিয়ম, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, আর্থিক লেনদেনে অস্বচ্ছতা, ছাত্রসংগঠনের ওপর প্রভাব বিস্তার এবং ক্ষমতার অপব্যবহার-এমন একাধিক অভিযোগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয়।
শিক্ষকরা দাবি করেন-অধ্যক্ষ সচেতনভাবেই এসব করেছেন এবং প্রভাবশালী মহল ও বিদেশি দূতাবাসের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শন করতেন। সব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় তাকে ওএসডি করে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়।
ওএসডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ বলেন “ওএসডি করা হয়েছে অনেককেই, তার মধ্যে আমি একজন। সরকারি চাকরিতে আছি-সরকারের সিদ্ধান্ত মানতেই হবে। আদেশ হয়েছে, সময়মতো আমি চলে যাবো। ছুটি চলছে, ছুটির পরে নির্ধারিত সময়ে যোগদান করব।”











