ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫ - ৭:১২ পূর্বাহ্ন

২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান

  • আপডেট: Saturday, December 13, 2025 - 3:10 am

সোনালী ডেস্ক: নানা জল্পনা-কল্পনার পর প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টানা ১৭ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থানের পর এদিন তিনি দেশে ফিরবেন।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস নেমে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় নেতা। প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় বিদেশে রয়েছেন এবং প্রায় এক যুগ ধরে গণতান্ত্রিক আন্দোলন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন।

গণতান্ত্রিক উত্তরণে ছাত্র নেতৃত্বে যে গণ-অভ্যুত্থান তা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। সেই সংগ্রামী নেতা ও এই দেশের গণমানুষেরও প্রিয় মানুষ তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন।

সেদিন বড়দিনের বন্ধও রয়েছে। দলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগতই নয়, আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাচ্ছি। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি তারেক রহমান দেশে এসে পৌঁছালে সেসব বাধা দূর হয়ে যাবে।

মির্জা ফখরুল বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি বৈঠক হয়েছিল। সৈই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। বৃহস্পতিবার তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে ট্রেন চলতে শুরু করেছে, সারা দেশের মানুষের মধ্যে যে আশা-প্রত্যাশার সৃষ্টি হয়েছে তা বাস্তবায়িত হতে শুরু করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন সুন্দর ও সুষ্ঠু হবে সে বিষয়েও সবার সহযোগিতাও চান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও সালাহউদ্দিন আহমদ।