সাংবাদিক বাবলুর বাবা আর নেই
প্রেস বিজ্ঞপ্তি: উত্তরবঙ্গ থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার ও ডেইলি সুপ্রভাত রাজশাহীর প্রকাশক ও সম্পাদক ফজলুল করিম বাবলুর বাবা আলহাজ্ব আবুবক্কার সিদ্দিক শুক্রবার দিবাগত রাত সাড়ে সাতটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে সহধর্মিনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণোগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা শনিবার বেলা ১১টায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নিজগ্রাম বিলহরিবাড়ী গ্রামে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে মরহুমের লাশ বিলহরি বাড়ি গোরস্থানে দাফন করা হবে। উত্তেজনা যায় সকলকে উপস্থিত হওয়ার জন্য পরিবার এর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।









