ডা. সারোয়ার জাহানের পদোন্নতিতে কেশরহাটে ফুলেল শুভেচ্ছা
মোহনপুর প্রতিনিধি: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকার স্পাইন সার্জারি বিভাগে কর্মরত এন্ডোস্কোপিক স্পাইন সার্জন ডা. মো. সারোয়ার জাহান সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই অর্জনে রাজশাহী ও মোহনপুর অঞ্চলে আনন্দের সঞ্চার হয়েছে।
গতকাল শুক্রবার সকালে কেশরহাট জননী হাসপাতালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজশাহী জেলা ফারিয়া এবং মোহনপুর উপজেলা ফারিয়ার নেতৃবৃন্দ, পল্লী চিকিৎসক হাফিজুর রহমান আকন্দ এবং বেক্সিমকো ফার্মা (Beximco Pharma) প্রতিনিধিরা। এসময় ডা. সারোয়ার জাহান দেশ-বিদেশে অর্জিত অভিজ্ঞতা ও কর্মপথ নিয়ে কথা বলেন।
ডা. সারোয়ার জাহানের শিক্ষাজীবন ও ক্যারিয়ার: রাজশাহী জেলার মোহনপুর থানার হরিদাগাছী গ্রামে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন ডা. মো. সারোয়ার জাহান। তিনি ২০০৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পোস্ট গ্র্যাডুয়েশন ট্রেইনিং সম্পন্ন করেন।
২০১৯ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (BCPS) থেকে তিনি প্রথম DMCAN এবং সপ্তম Fellow হিসেবে অর্থোপেডিক সার্জারিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
দেশ-বিদেশে উজ্জ্বল সাফল্য: ২০২১ সালে এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি কর্তৃক মনোনয়ন পেয়ে ভারতের বিশ্বখ্যাত গঙ্গা হাসপাতালে স্পাইন সার্জারিতে ফেলোশিপ সম্পন্ন করেন। এরপর প্রফেসর রাজাশেখরনের তত্ত্বাবধানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০২৪ সালে সুইজারল্যান্ডভিত্তিক এও স্পাইন (AO Spine) কর্তৃক মনোনীত হয়ে হংকং-এর কুইনম্যারি হাসপাতালে প্রফেসর জেসন ও প্রফেসর কেনি কোয়ানের নেতৃত্বে মর্যাদাপূর্ণ AO Spine Fellowship সম্পন্ন করেন। সেখানে তিনি স্কোলিওসিসসহ বিভিন্ন স্পাইনাল ডিফরমিটি সার্জারির সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।
একই বছর দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়ন শহরের AIN Hospital-এ Professor Kangtaek Lim-এর অধীনে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে ফেলোশিপ অর্জন করেন। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ভারতের জয়পুর, আহমেদাবাদ ও হিসার (হরিয়ানা) থেকে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির ওপর অতিরিক্ত উচ্চতর প্রশিক্ষণ নেন। তিনি ২০২৩ সালে যুক্তরাষ্ট্র থেকে সম্মানজনক FACS ডিগ্রি অর্জন করেন।
SRS-এর মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জন: ২০২৫ সালে স্পাইন সার্জারি বিষয়ক বিশ্বখ্যাত ও আমেরিকা-ভিত্তিক অন্যতম মর্যাদাপূর্ণ সংস্থা Scoliosis Research Society (SRS) কর্তৃক প্রদত্ত Global Outreach Program (GOP) Educational Scholarship সম্পন্ন করেন ডা. সারোয়ার জাহান। স্পাইন সার্জারিতে বৈশ্বিক পর্যায়ের এ শিক্ষাবৃত্তি তাঁর ক্যারিয়ারে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
কর্মজীবনের পদোন্নতি: ডা. সারোয়ার জাহান ২০২০ সালে কনসালটেন্ট (অর্থোপেডিক্স), ২০২৩ সালে সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি) পদে উন্নীত হন। একই সময়ে তিনি ছাড়া আরও ১০ জন সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি) হিসেবে পদোন্নতি লাভ করেন।
বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায় কর্মরত আছেন। পাশাপাশি বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালে আধুনিক এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নিয়মিতভাবে পরিচালনা করছেন।
কেশরহাট পৌর এলাকার হরিদাগাছী মহল্লার মরহুম আলহাজ্ব মো: ইছা মিয়ার সন্তান ডা. মো. সারোয়ার জাহান তাঁর কর্মনিষ্ঠা, দক্ষতা ও আন্তর্জাতিকমানের অর্জনের মাধ্যমে এলাকায় গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।









