জুলাই যোদ্ধা ওসমান হাদিকে দিনদুপুরে গুলি
সোনালী ডেস্ক: জুলাই আন্দোলনে সক্রিয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) দিনদুপুরে গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার পবিত্র জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে দুই যুবক খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তাকে বাঁচানোর জন্য রক্ত দিতে হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা সংকটাপন্ন। হাসপাতালে তার মাথার খুলি খুলে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
তাকে দেখতে হাসপাতালে ছুটে যান অনেকেই। হাদির ওপর নির্মম হামলার ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এছাড়া বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ ও বিশিষ্ট ব্যক্তিরা হাদির ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন।










