ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫ - ৬:২৩ পূর্বাহ্ন

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল

  • আপডেট: Saturday, December 13, 2025 - 12:13 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছেন স্বজনসহ এলাকাবাসী।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কোয়েলহাট মধ্যপাড়া এলাকায় তার বাড়ির পাশের জমির মাঠে জানাজা শেষে নেককিড়ি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মসজিদের মাইক থেকে বারবার ভেসে আসে হৃদয়বিদারক ঘোষণা কোয়েলহাট পূর্বপাড়ার রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সাজিদ আর নেই। ঘোষণার পর থেকেই থমকে যায় গ্রামের স্বাভাবিক জীবন।

কেউ মাঠে কাজ করতে যাননি, অনেকে দোকানও খোলেনি। পুরুষ, নারী, বৃদ্ধ, যুবক এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও ছুটে যান সাজিদের বাড়ির দিকে শেষবারের মতো নিষ্পাপ সেই মুখটি একনজর দেখার জন্য।

গতকাল সকালেই জানাজার মাঠে মানুষের ঢল নামে। গ্রামের মানুষ থেকে শুরু করে আশপাশের এলাকার লোকজন সকলের চোখেই ছিল অশ্রু। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি যখন মাঠে আনা হলো, তখন চারপাশে কান্নার রোল পড়ে যায়। শোকস্তব্ধ মা ছুটে যেতে চাইলে স্বজনরা তাকে ধরে রাখেন; কিন্তু কারোরই পক্ষে থামানো সম্ভব হয়নি সেই বুকফাটা কান্না।

জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন সাজিদের মাগফিরাতের জন্য এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারনের তৌফিক কামনা করেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে ছোট্ট কফিনটি যখন কবরের দিকে নেয়া হয়, তখন পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে পড়ে শুধু শোনা যাচ্ছিল স্বজনদের কান্নার শব্দ।

গ্রামবাসীর অনেকেই বলছিলেন, এমন হৃদয়বিদারক দৃশ্য তারা কখনো দেখেননি। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ৪০ ফুট মাটি খুঁড়ে তাকে উদ্ধার করেন। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। শিশু সাজিদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান ছুটে যান শুকনো খাবার কম্বল ও নগদ ২৫ হাজার টাকা সহায়তা দিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দিতে। তবে, এ ঘটনায় তানোর থানায় কেউ কোন অভিযোগ দেনিন বলে জানান তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাড়ির সামনে মায়ের পিছে পিছে হেটে যাওয়ার সময় খড়ের লাড়ায় ঢেকে রাখা তানোর উপজেলার কৈয়েলহাট গ্রামের তছির উদ্দিনের পুত্র কছির উদ্দীনের অবৈধ নলকুপের পরিত্যক্ত কূপে পড়ে যায় রাকিব হোসেনের ২ বছরের শিশু পুত্র সাজিদ হোসেন।

এরপর স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ৯৯৯ এ ফোন করলে তানোর ফায়ার সার্ভিসসহ ৮টি ইউনিট প্রায় ৩১ ঘণ্টা কূপের পার্শ্বে ৩ টি ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে ৩২ ঘণ্টার পর শিশুটি উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।