রাজশাহীতে তিন দিনব্যাপী পাটপণ্যের মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসকের সহযোগিতায় ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পিএলসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে।
বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলী, সহকারী কমিশনার বোরহান উদ্দিন অন্তর, সহকারী পরিচালক জেডিপিসি পিএলসি’র সৈয়দ জাকারিয়াসহ অতিথিবৃন্দ। দেশের বিভিন্ন জেলার ২১টি স্টল নান্দনিক, পরিবেশবান্ধব বহুমুখী পাট পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। কেন্দ্রীয় উদ্যানের সামনে এই মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।











