ঢাকা | ডিসেম্বর ১০, ২০২৫ - ৭:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীসহ বিভিন্ন স্থানে রোকেয়া দিবস পালিত

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 12:41 am

রাজশাহী বিশ্ববিদ্যালয় 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। বিকেল ৪টায় রোকেয়া হলে কৃতী ছাত্রী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান। রোকেয়া হলের প্রাধ্যক্ষ প্রফেসর সাবিনা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার বেগম রোকেয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজন বদরুল লাইলী এবং ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী স্বপ্না আক্তার, খাদিজাতুল কোবরা, সাদিয়া ইসলাম বীথি ও জান্নাতুল ফেরদৌস আশাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রীতি রানী ও রানার আপ সাদিয়া আফরোজ লিবা এবং কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মায়মুনা আক্তার ও রানার আপ চম্পা লতা রায়কেও এই অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।

পবা

পবা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নওহাটা পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষের সামনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় জীবনের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচ অদম্য নারীকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সরকার রাহনুমা আফরোজ, কৃষি কর্মকর্তা এমএ মান্নান প্রমুখ।

মোহনপুর

বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে কেশরহাট পৌরসভা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে পৌর চত্বরে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কেশরহাট পৌরসভার আয়োজিত এ সভায় বেগম রোকেয়ার জীবনাদর্শ, নারীর অধিকার ও আধুনিক নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কেশরহাট পৌরসভার সহকারী কর আদায়কারী দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেশরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কেশরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) মজিবুর রহমান, হিসাব রক্ষক উজ্জ্বল শেখ সহ আরো অনেকে।

বাঘা

গতকাল মঙ্গলবার রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠানে চার নারীদের হাতে রোকেয়া পদক ও সনদ তুলে দেয়া হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বেগম রোকেয়া পদক ২০২৫ প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী-উপজেলার মুর্শিদপুর গ্রামের রানু আখতারী , শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী- জোতরাঘব গ্রামের ববিতা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামী জয়ী নারী-নওটিকা গ্রামের শারমিন আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদার রেখেছেন এমন নারী-মুর্শিদপুর গ্রামের আরিফা জেসমিন। সুত্রে জানা যায়, সফল জননী ক্যাটাগরিতে উপযুক্ত নারী পাওয়া যায়নি।

চারঘাট

রাজশাহীর চারঘাটে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন।

সিরাজগঞ্জ

বেগম রোকেয়া দিবসে সিরাজগঞ্জে ৫ অদম্য নারীকে ক্রেস্ট ও সম্মানা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন হলরুমে আযোজিত অনুষ্ঠানে এ সম্মনা প্রদান করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. নুরুল আমিন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরেরউপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ। বক্তারা নারী শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।

রাণীনগর

নওগাঁর রাণীনগরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার, পরিবার পরিকল্পনা অফিসার নূরে আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, কৃষি সম্প্রসপারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

নিয়ামতপুর

নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি পালনে র‌্যালি, আলোচনা সভা ও আদর্শ নারীদেও সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এমন অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শিবগঞ্জ

বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আশিক আহমেদ।

তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনের মধ্যে দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, অদম্য নারী পুরুস্কার ও আলোচনা সভা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আযয়োজনে উপজেলা অডিটরিয়াামে দিবসটি উ্যাপন করা হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তাড়াশের কতিী সন্তান রাজশাহী বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) এম বি সৈয়েবুর রহমান।