রাজশাহীতে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার: মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আমির চাঁদ (৩৩) মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকার হাবিবুর রহমানের ছেলে। গত সোমবার রাত পৌনে ১১টায় পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকায় একজন ব্যক্তি নেশাজাতীয় বেরিকফ বিক্রি করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির চাঁদ পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি ব্যাগে ১০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত বেরিকফ উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











