ঢাকা | ডিসেম্বর ১০, ২০২৫ - ৯:০৭ পূর্বাহ্ন

পোরশায় ভারতীয় গরু আটক করল বিজিবি

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 12:13 am

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সীমান্তে বিজিবি’র বিশেষ টহল কর্তৃক একটি ভারতীয় গরু আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির টহল সদস্যরা উপজেলার নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০ এর ৫৮ আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা এলাকার সাধুর ডিপ এর পার্শ্বে থেকে মালিকবিহীন ভারতীয় গরুটি আটক করেন।

এতে নেতৃত্ব দেন টহল কমান্ডার জেসিও-৯০৯২ সুবেদার মাহফুজুর রহমান। আটককৃত গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

গরুটি নজিপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নিতপুর বিওপির সুবেদার মাহফুজুর রহমান।