ঢাকা | ডিসেম্বর ১০, ২০২৫ - ৭:৫৫ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ওয়াসার মেগা প্রকল্পে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 12:33 am

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর কলেজ মোড় এলাকায় ওয়াসার মেগা প্রকল্পে কর্মরত শ্রমিকদের বিক্ষোভের কারণে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বেতন কর্তন ও সরঞ্জামের নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ৯ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, হুনান কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার গ্রুপ কোম্পানি লিমিটেডের (চায়না প্রজেক্ট) ম্যানপাওয়ার-দায়িত্বে থাকা কর্মকর্তারা মাস শেষে বেতন থেকে অযৌক্তিকভাবে টাকা কেটে নেন।

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বাবদও অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এসব কারণে তারা একজোট হয়ে বিক্ষোভে নামেন। বিক্ষোভ শুরুর পর দুদিকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্র