ঢাকা | ডিসেম্বর ১০, ২০২৫ - ৭:৫৫ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে চরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: কালাম

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 12:25 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, ‘বাংলাদেশের চরাঞ্চলগুলো বছরের পর বছর অবহেলিত অবস্থায় রয়েছে। এসব এলাকায় বসবাসরত মানুষদের জন্য ন্যূনতম শিক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চরাঞ্চলে স্থায়ী শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এসব স্বাস্থ্যকেন্দ্রে মা ও শিশুস্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দেয়া হবে।’

গতকাল মঙ্গলবার বিকেলে পবা উপজেলার কাটাখালী পৌরসভার চর খিদিরপুর ও খানপুর এলাকায় দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনি গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, কেবল অবকাঠামো নির্মাণই নয়, এসব স্বাস্থ্যকেন্দ্রে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। গরিব ও অসহায় মানুষের জন্য স্বল্পমূল্যে বা বিনামূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নেয়া হবে। স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

গণসংযোগ ও সমাবেশে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ প্রাপ্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। সমাবেশে উপস্থিত ছিলেন কাটাখালী থানার আমির অধ্যাপক জালাল উদ্দিন, নায়েবে আমির ডা. মকবুল আহমদ, সেক্রেটারি নজরুল ইসলাম, মহানগরের প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, কাটাখালী থানা রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাই, কাটাখালী পৌর আমির আজিজুল আলম, কাটাখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সভাপতি রাসেল আলী ও সেক্রেটারি সোহাগ আলী, শহিদুল মেম্বার, প্রমিজ মেম্বার, ছাত্রনেতা বদশা ও মাসুম। সমাবেশ শেষে আবুল কালাম আজাদের নেতৃত্বে নেতাকর্মীরা চর খিদিরপুর ও খানপুর এলাকার বিভিন্ন সড়ক ও পাড়ায় পাড়ায় গণসংযোগ করেন।