এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার গণবিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা হতে বেলা সোয়া ১১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৬টি পরীক্ষা কেন্দ্রে/উপকেন্দ্রে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে পরীক্ষা চলাকালীন সময়ে (সকাল ৯টা হতে বেলা ১২ টা পর্যন্ত) নিম্নে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্র/উপকেন্দ্র সমূহ হচ্ছে- (১) রাজশাহী মেডিকেল কলেজ-কেন্দ্র, (২) রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ- উপকেন্দ্র; (৩) রাজশাহী কলেজ-উপকেন্দ্র; (৪) নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী-উপকেন্দ্র; (৫) রাজশাহী সরকারী মহিলা কলেজ-উপকেন্দ্র; (৬) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী-উপকেন্দ্র। আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।











