ঢাকা | ডিসেম্বর ১০, ২০২৫ - ১১:০৩ পূর্বাহ্ন

রাবি সমাবর্তন কোর-কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 12:11 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন কোর-কমিটির সভা গতকাল মঙ্গলবার দুপুরে প্রশাসন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভায় সভাপতিত্ব করেন। এই সভায় ১৭ ডিসেম্বর বুধবার অনুষ্ঠেয় দ্বাদশ সমাবর্তনের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ নিজ নিজ উপ-কমিটির অর্পিত কাজের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন। প্রস্তুতির সামগ্রিক অগ্রগতিতে সভা সন্তোষ প্রকাশ করে। সমাবর্তনের প্রয়োজনীয় তথ্য যথাসময়ে নিবন্ধিত গ্রাজুয়েটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে বলে সভাকে সংশ্লিষ্ট কমিটিসমূহ জানান। এসময় উপাচার্য সমাবর্তন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে লক্ষে কমিটি ও উপ-কমিটিসমূহকে কাজ করে যেতে বলেন।

উল্লেখ্য, সমাবর্তন উপলক্ষ্যে গঠিত কমিটি ও উপ-কমিটিরসমূহের সভাপতি, আহ্বায়ক, সদস্য-সচিব ও সাচিবিক দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ এই কোর-কমিটির সদস্য।