আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান। সভায় শহরের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। নভেম্বর মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করে সেগুলোর প্রকৃতি, কারণ ও প্রতিরোধমুখী পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। পুলিশের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি তুলে ধরেন। সভায় ভবিষ্যতে মহানগরীতে আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে বাস্তবসম্মত কৌশল, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা এবং অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করার সিদ্ধান্ত নেয়া হয়।
পুলিশ কমিশনার সভায় ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও চোরাচালান দমন, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, চাঁদাবাজি দমন, যানজট-সংক্রান্ত অপরাধ এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির আরও ব্যাপক ব্যবহার, মাঠপর্যায়ের তদারকি জোরদার করা এবং জনগণের আস্থা অর্জনে পুলিশি সেবাকে আরও গতিশীল করার ওপর নির্দেশনা দেন। এছাড়া নভেম্বর মাস পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন পদমর্যাদার মোট ৪০ জন পুলিশ সদস্যকে সনদপত্র ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার জিল্লুর রহমান। সভায় অন্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (চলিত দায়িত্বে) ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।









