ঢাকা | ডিসেম্বর ৯, ২০২৫ - ৮:২৭ পূর্বাহ্ন

তারেক রহমানের ফেরা নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: মিলন

  • আপডেট: Tuesday, December 9, 2025 - 12:12 am

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

গতকাল সোমবার বিকেলে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের মতিহার প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মিসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শফিকুল হক মিলন বলেন, “তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে এবং বিদেশে এই ষড়যন্ত্র চলছে। কিন্তু কোন ষড়যন্ত্রই তারুন্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিতে পারবে না। কেউ এটা চেষ্টা করলে বিএনপি উপযুক্ত জবাব দেবে।”

তিনি আরো বলেন, “দুই একদিনের মধ্যেই নির্বাচনি তপশিল ঘোষণা হবে। এই নির্বাচনে কিভাবে কাজ করবেন। কেন্দ্র কিভাবে পাহারা দেবেন এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সে বিষয়ে করণীয় বিষয় নিয়ে এই কর্মিসভা অনুষ্ঠিত হলো। সব কিছুই চলছে। কিন্তু মনের মধ্যে একটা অশান্তি রয়েই গেছে। কারণ গণতন্ত্রের মানসকন্যা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া অসুস্থ। তবে বর্তমানে দেশ-বিদেশের মানুষের দোয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি তথা দেশবাসীর মনে স্বস্তি নাই।”

জাহানাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওরঙ্গজেব ভুট্টুর সভাপতিত্বে এবং ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান ও সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো ও মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন।

সোনালী/জগদীশ রবিদাস