বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি শিক্ষার বিকল্প নাই: কালাম
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, ‘আধুনিক, বিজ্ঞানসম্মত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি শিক্ষার বিকল্প নাই। সেই লক্ষ্য বাস্তবায়নে সকলকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে। তাই স্কুল-কলেজের পাঠ্যক্রমে ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।’
গতকাল রোববার সন্ধ্যায় আলিগঞ্জ নতুনপাড়ায় আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে হলে শিক্ষাব্যবস্থাকে ইসলামিক মূল্যবোধের আলোকে সাজাতে হবে। এক্ষেত্রে ক্বিরাত চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে নৈতিকভাবে গড়ে তুলতে হবে। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।’
ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আল ইহসান মানবিক ফাউন্ডেশনের সভাপতি ওয়ালিউজ্জামান তুহিন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় আলেমগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক্বিরাত সম্মেলনে দেশি-বিদেশি খ্যাতনামা ক্বারিগণ কুরআন তেলাওয়াত করেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।










