ঢাকা | ডিসেম্বর ৭, ২০২৫ - ৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীর পবায় গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট: Sunday, December 7, 2025 - 12:25 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর পবা থানাধীন কৈপুকুরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানা।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—পবা থানার কৈপুকুরিয়া এলাকার মৃত হারেজের ছেলে মো: জয়নাল আবেদীন (৬৬) এবং একই এলাকার মো: আকসেদ আলীর ছেলে মো: বিচ্ছাদ আলী (২৯)।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত প্রায় সোয়া ৯টার দিকে অফিসার ইনচার্জ মো: ফরহাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এসআই প্রতাপ কুমার রায়ের নেতৃত্বে পবা থানা পুলিশের একটি টিম এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মো: জয়নাল আবেদীনের বসতবাড়িতে গাঁজা ও বিদেশি মদ বিক্রি করা হচ্ছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের তৎপরতায় তাদের আটক করা হয়। পরে বাড়িটি তল্লাশি চালিয়ে সর্বমোট ৪৪ গ্রাম গাঁজা এবং ৭৫০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।