বেগম খালেদা জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন: মিনু
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আর শুধু বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে সীমাবদ্ধ নন—তিনি এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন তাঁর উপদেষ্টা রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তাঁর পুরো রাজনৈতিক জীবন জুড়ে তিনি গণতন্ত্র রক্ষায় আপসহীন আন্দোলন করেছেন। সেই নেত্রী আজ জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন। মিনু জানান, রোববার তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা রয়েছে।
শনিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মিনু আরও বলেন, বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে নিন্দুকেরা নানা ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেন, আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তিনি রাজশাহী সদর আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মিনু উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক টিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন।











