ঢাকা | ডিসেম্বর ৭, ২০২৫ - ৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশ ভারতের সম্পর্ক আত্মার: প্রণয় ভার্মা

  • আপডেট: Sunday, December 7, 2025 - 12:00 am

সোনালী ডেস্ক: বাংলাদেশ ভারতের সম্পর্ক ‘আত্মার’ বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শ‌নিবার সন্ধ‌্যায় বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হয়েছে। গুলশানের পুরাতন ইন্ডিয়া হাউজে মৈত্রী দিবস-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। এতে শুভেচ্ছা বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এ মন্তব্য করেন।

হাইকমিশনার বলেন, বাংলাদেশকে ভারত সব সময় আপন মনে করে। বাংলাদেশ ভারতের সম্পর্ক আত্মার। দুদেশের মধ্যে যে সম্পর্ক তা বিশ্বের মধ্যে অন্যতম, অনন্য।

‘স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে থাকবেও’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের সৈন্যরা বাংলাদেশ স্বাধীন করতে রক্ত দিয়েছে। দুদেশের মানুষ, সংস্কৃ‌তি, প্রকৃ‌তি একই সূতোয় বাধা। দুদেশের বন্ধুত্বের সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মৈত্রীর ক্ষেত্রে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং সবসময় বৃহত্তর সমৃদ্ধি ও সাফল্যের পথে বাংলাদেশের জনগণকে নিয়ে একসঙ্গে হাঁটতে প্রস্তুত।

অনুষ্ঠানে বীর মু‌ক্তি‌যোদ্ধা, গণমাধ‌্যমকর্মী, কূটনীতিক, রাজনীতিক, পুলিশ, সামরিক বাহিনী, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভারতীয় ও বাংলাদেশি সাংস্কৃতিক দলের বর্ণাঢ্য পরিবেশনার মধ্যদিয়ে এ আয়োজন শেষ হয়। দেশাত্মকবোধ গান প‌রিবেশনের স‌ঙ্গে নৈঃশব্দ ৭১ নামক এক‌টি নাটক প‌রি‌বে‌শিত হয়।