সাপাহার সীমান্তে মাদকসহ চোরাকারবারি স্বামী-স্ত্রী আটক
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গতকাল শুক্রবার রাত ১১টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক এরশাদ আলী-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ভেলুপাড়া পাঁকা রাস্তার সামনে অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বাংলাদেশী নগদ টাকাসহ ২ জন চোরাকারবারী জাহিদুল ইসলাম (৪০) ও বিউটি বেগমকে (৩৫) আটক করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি এদেরকে আটক করতে সক্ষম হয়। আসামিসহ আটককৃত মাদক ও মালামাল নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।











