ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৫ - ৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে: মিনু

  • আপডেট: Saturday, December 6, 2025 - 12:39 am

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এখন তিনি কঠিন মুহূর্ত পার করছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসন ও নির্যাতনেই তার এই অবস্থা।

গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর তালাইমারী মোড়ে ২৫নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তায়ালা সুস্থতা দান করুন। সমগ্র জাতি এখন প্রতিকূল অবস্থা পার করছেন। বেগম জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ। রাজশাহী মহানগরীর যে রাস্তাঘাট সবকিছুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বের মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করছেন। গোটা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়েছে। আমরা রাজশাহীবাসীসহ সারাদেশের মানুষ নেত্রীর জন্য দোয়া করছি। জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া হয়েছে। আল্লাহর কাছে নেত্রীর রোগমুক্তি কামনা করছি।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম শাহ ও সাধারণ সম্পাদক আফরোজ, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, রাজশাহী ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আঃ সালাম, ব্যবসায়ী হোসেন আলীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে, পবিত্র জুম্মার নামাজের পর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ায় নগরীর গুড়িপাড়া এলাকায় একটি মসজিদে অংশ নেন মিজানুর রহমান মিনু। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এসব দোয়ায় মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।