ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৫ - ২:০৭ পূর্বাহ্ন

চরাঞ্চলের উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান কালামের

  • আপডেট: Saturday, December 6, 2025 - 12:15 am

স্টাফ রিপোর্টার: স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না উল্লেখ করে রাজশাহী-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর রাজনৈতিক অঙ্গীকার।

চরাঞ্চল, গ্রাম ও শহরের জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যবধান থাকবে না। সবাই একই রাষ্ট্র ও সংবিধানের নাগরিক। একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণের ঐক্য ও আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

গতকাল শুক্রবার বিকেলে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়াড় এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেছেন। চরাঞ্চলের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও তরুণদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকটি পুরো চরাঞ্চলে নির্বাচনি উত্তাপ আরও বাড়িয়ে তোলে। তিনি অভিযোগ করেন,“বিগত ফ্যাসিবাদের আমলে বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের মানুষকে বিভাজনের মাধ্যমে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। যা স্বাধীন দেশের অর্জন ও অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করেছে।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে গতিশীল করতে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের প্রতি সম্মান ফিরিয়ে আনতে হবে। “ঐক্য, নৈতিকতা ও সত্যের পাশে দাঁড়ানো ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়,” উল্লেখ করেন তিনি।

উঠান বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন স্থানীয়রা। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, নদীভাঙন, কৃষি সহায়তা, নিরাপদ যাতায়াত ব্যবস্থা ও কর্মসংস্থানের বিষয়ে তারা উন্নয়ন প্রত্যাশা ব্যক্ত করেন। এসব সমস্যার সমাধানে সম্ভব হলে দ্রুত পরিকল্পনা গ্রহণ এবং সংসদে নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়নের জামায়াত সেক্রেটারি আতাউর রহমান, হরিপুর ইউনিয়নের আমির শরিফুল ইসলাম প্রমুখ।