ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৫ - ৪:০০ পূর্বাহ্ন

রাবিতে জাতীয় বই কিনি উৎসব অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, December 6, 2025 - 12:25 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার সিনেট ভবনে ‘জাতীয় বই কিনি উৎসব: জাতীয় সম্মেলন ও সম্মাননা প্রদান ২০২৫’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, টিএমএসএস, বগুড়া এর নির্বাহী পরিচালক হোসনেয়ারা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

আরশি ছোট কাগজ ও আরশি প্রকাশনা, বগুড়া আয়োজিত এই উৎসবের উদ্বোধক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস একেএম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম।