রাজশাহীতে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: মহানগর ডিবি মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন জহুরুল ইসলাম সুমন (৪২), রফিকুল ইসলাম (৩৫), মোস্তাক আহম্মেদ (৪৬) এবং আল-আমিন (৪৫)।
ডিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে পুলিশ পরিদর্শক মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি দল তালাইমারী মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধরমপুর জাহাজঘাট এলাকায় একটি বাড়িতে তাস ও নগদ টাকার মাধ্যমে জুয়ার আসর বসেছে।
খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা নগদ, প্যাকেটজাত ৩ সেট তাস এবং ১ সেট খোলা তাস উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে আরএমপি থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৫ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।










