ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৫ - ৩:৫৩ পূর্বাহ্ন

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট: Saturday, December 6, 2025 - 12:35 am

স্টাফ রিপোর্টার: মহানগরীর বেলপুকুর থানা এলাকায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম আল-আমিন (২০)। তিনি বেলপুকুর থানার দক্ষিণ জামিরা এলাকার তেসান আলীর ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমান সোয়া ৭টার দিকে বেলপুকুর থানার এসআই জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন নামে এক ব্যক্তি তার বাড়িতে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের হাতলযুক্ত ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানান, আল-আমিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি মাঝে মাঝে ওই অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করতেন বলেও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।