নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার: নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক’ অধিকার আদায় পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার সকালে রাজশাহী নগরীর কলাবাগান এলাকার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি প্রদান সহ সরকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি নিশ্চিত করা, দীর্ঘ ২৬ বছরের বৈষম্য দূর করার আহ্বান জানান।
তারা জানান, চাকুরী থেকে অবসরে যাওয়ার পর ফোন পাওনা টাকা থেকে তিন-চার লক্ষ টাকা কেটে রাখা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। তারা এটি বন্ধ করার দাবী জানান।
এ সময় তারা আরো বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলমান থাকবে। দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা এসোসিয়েশনের সভাপতি নাসিমা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন এফ ডব্লিউ ভি এর শিবলী বানু, মাসুমা খাতুন, মাহমুদা খাতুন, মাহফুজা খাতুন, কভা উপজেলা সাংগঠনিক সম্পাদক আলফাতুন নেসা, বাগমারার বিলকিস নাহার, রাবি ক্লিনিকের ফারিদা খাতুন, এফপিআই এর ওমর ফারুক, এফডাব্লিউএফ বোয়ালিয়ার দিলরুবা খাতুন, ফরিদা ইয়াসমিন প্রমূখ।











