ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ১২:০৫ পূর্বাহ্ন

রাবিতে আন্তঃ কলেজ অ্যাথলেটিকস-এর উদ্বোধন

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 11:09 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৪৬তম আন্তঃ কলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৭টি হল অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬টি মেয়েদের হল এবং ১১টি ছেলেদের হল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “খেলাধুলা যেমন শারীরিক গঠন সুস্থ রাখতে সহায়তা করে, তেমনি শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। শিক্ষাজীবনেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ নিয়মিতভাবেই শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মতিয়ার রহমান এবং পরিচালক (ভারপ্রাপ্ত), শরীরচর্চা শিক্ষা বিভাগ রোকসানা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।