ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ১২:১৫ পূর্বাহ্ন

পবায় বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষক সমাবেশ

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার পবার বড়গাছিতে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সচেতনতা কার্যক্রম উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পৃথিবীতে মানুষের বেঁচে থাকা মাটির সঙ্গে অটুট সম্পর্কের ওপর নির্ভরশীল। বিশ্বের মোট খাদ্যের ৯৫ শতাংশেরও বেশি উৎপাদন হয় মাটির মাধ্যমে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ১৮টি প্রাকৃতিকভাবে উৎপন্ন রাসায়নিক উপাদানের মধ্যে ১৫টিই সরবরাহ করে এই মাটি। কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট বিভিন্ন কার্যকলাপে প্রতিনিয়ত মাটির স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

মাটিক্ষয় ও ভারসাম্যহীনতা পানির অনুপ্রবেশ কমিয়ে দিচ্ছে এবং খাদ্যের পুষ্টিমান হ্রাস করছে। টেকসই মাটি ব্যবস্থাপনা অনুশীলন মাটি ক্ষয় ও দূষণ কমানোর পাশাপাশি জৈববৈচিত্র সংরক্ষণ, পানির সঞ্চয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মাটি নিয়ে ভাবলে আমরা অধিকাংশ সময় গ্রামাঞ্চলকে সামনে আনি; শহুরে মাটির গুরুত্ব প্রায়ই উপেক্ষিত থেকে যায়।

বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ উপলক্ষে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এ বছরের প্রতিপাদ্য “সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি” সামনে রেখে দেশব্যাপী ব্যাপক সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে। কৃষক, কৃষি কর্মকর্তা ও সাধারণ জনগণের মাঝে মাটির গুরুত্ব তুলে ধরতে প্রতিষ্ঠানটি ২১৫টি উপজেলার হাট-বাজারে কৃষক সমাবেশ, কৃষি বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়, মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং প্রদর্শনীসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে পবা উপজেলাতে দিবসটি উপলক্ষে কৃষক সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ লিতুন আহমেদ লাবিব, ফিল্ড ম্যানেজার শেরেকুল ইসলাম এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা। স্কয়ারের দায়িত্বশীলরা জানান, সুস্থ মাটিই নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের টেকসই উন্নয়নের মূল ভিত্তি-এই বিশ্বাস থেকেই তারা সারাদেশে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর অংশ হিসেবে মোহনপুর উপজেলাতেও দিবসটি উপলক্ষে আলোচনা ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।