ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ১২:০৫ পূর্বাহ্ন

দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর মালোপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ১০ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে। এসময় মালোপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটি সভাপতি ডা. মোহাম্মদ মোফাখখারুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা শাহ আহমদ কুরাইশী চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলাল ও আমানা গ্রুপের চেয়ারম্যান ড. মাওলানা ফজলুল করিমসহ শুভেচ্ছা ডেভেলপারের কর্ণধার মোহাম্মদ কবির হোসেন উপস্থিত ছিলেন। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি টাকা।