ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ১:০৫ পূর্বাহ্ন

রাজশাহী জজশীপে মাসব্যাপী অবকাশ কালিন ছুটি

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 10:39 pm

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা জজশীপ ও মহানগর দায়রা জজ আদালত সমূহে এক মাসের অবকাশ কালিন ছুটি শুরু হয়েছে মঙ্গলবার থেকে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অবকাশ কালিন সময়ে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ যুগ্ম জজ আদালত এবং সহকারি জজ আদালত সমূহ বন্ধ থাকবে। অনুরুপভাবে মহানগর দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ আদালতও বন্ধ থাকবে।

তবে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সমূহ ছুটির আওতায় থাকছে না। ছুটি থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে অবকাশ কালিন ছুটি উপলক্ষে গত সোমবার রাজশাহী আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজ উপলক্ষে বার ভবনে আলোক সজ্জা করা হয়। এছাড়াও রাজশাহী আইনজীবী সহকারিরাও ছুটি উপলক্ষে ভোজসভার আয়োজন করে।