ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্থার ঘটনায় বিপিজেএ’র নিন্দা

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 12:51 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে সাংবাদিকদের আটকে রাখা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, সংবাদ সংগ্রহে বাধা এবং হেনস্তার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের আহ্বানে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

হঠাৎ করে শোয়েব ও মেহেদীসহ কয়েকজন ব্যক্তি সম্মেলনস্থলে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সাংবাদিকদের তালা মেরে রাখার হুমকি দেন। এতে উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখা।

সোমবার সন্ধ্যায় বিপিজেএ সভাপতি শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক সামাদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়- এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার প্রতি প্রকাশ্য হুমকি এবং জুলাইয়ের চেতনার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ এবং নতুন বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়।

বিপিজেএ নেতৃবৃন্দসহ সকল সদস্যরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য এনসিপি নেতৃত্বের প্রতি আহ্বান জানান।