ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠীত

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 12:30 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, বিসিক এখন আর শুধু একটি প্রতিষ্ঠান নয়—এটি বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প ক্ষেত্রে এক নতুন চিন্তা, ধারণা ও সম্ভাবনার বিপ্লবের নাম।

একসময় মনে করা হতো শিল্প বলতে বড় বড় কারখানা, বিপুল ব্যবস্থাপনা, বিশাল যন্ত্রপাতি। কিন্তু ক্ষুদ্র শিল্পও যে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমেও কর্মসংস্থান ও উৎপাদন ব্যবস্থা গড়ে উঠতে পারে—এই বাস্তব ধারণাটি দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে বিসিক। এজন্যই বিসিক শিল্পাঙ্গনে এক অনন্য বিপ্লবের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার বিকেলে রাজশাহী লালন শাহ্ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে আয়োজিত ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, বিসিক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল। তবে ষাট ও সত্তরের দশকে বিসিক যে আলোড়ন তুলেছিল, আজকের দিনে সেই গতি ও ধারা কতটা বজায় রয়েছে—সেটি পর্যালোচনার বিষয়। তবুও বিসিক এখন অনেক বেশি সমৃদ্ধ এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ। তাই নতুনভাবে ভাবার এবং সময়োপযোগী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু তাদের জন্য প্রকৃত অর্থে কতটুকু জায়গা সৃষ্টি করতে পেরেছি, বিনা জামানতে ঋণের সুযোগ কতটা বাড়াতে পেরেছি, বহুজাতিক কোম্পানির ভিড়ে তাদের উৎপাদিত পণ্যের বাজার কতটা তৈরি করতে পেরেছি—এসব বিষয় নিয়ে নতুনভাবে ভাবা জরুরি।

স্টল ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি আয়োজকদের উদ্দেশে বলেন, উদ্যোক্তারা যার যার স্টলে যেন কেবল নিজের উৎপাদিত পণ্যই প্রদর্শন করেন। বিদেশি বা অন্য প্রতিষ্ঠানের পণ্য যেন প্রদর্শিত না হয়। কারণ ক্ষুদ্র উদ্যোক্তাদের বাস্তব সাফল্যই নতুনদের অনুপ্রাণিত করবে। বর্তমানের উদ্যোক্তাদের দেখে ভবিষ্যৎ প্রজন্মও শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদ এবং বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।