ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ১২:৩৯ পূর্বাহ্ন

নওহাটা পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 11:08 pm

স্টাফ রিপোর্টার: নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওহাটা পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী নওহাটা পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ।

টেকসই উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে পরিকল্পনাবান্ধব এই কর্মশালা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। কর্মশালায় নওহাটা পৌরসভার বিভিন্ন এলাকার ওয়ার্ডভিত্তিক অংশীজনরা ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশ নেন।

নিজ নিজ ওয়ার্ডের উন্নয়ন সমস্যা, অবকাঠামোগত সংকট, পরিবেশগত চ্যালেঞ্জ, পানীয় জলের অভাব, ড্রেনেজ সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি, সড়ক উন্নয়নের প্রয়োজনীয়তা এবং জনসেবামূলক সুবিধার ঘাটতি নিয়ে আলোচনা করেন। অংশীজনরা অগ্রাধিকার ভিত্তিক কাজগুলো তালিকাভুক্ত করে উপস্থাপন করেন, যা ভবিষ্যৎ মাস্টারপ্ল্যানের মূল উপাদান হিসেবে বিবেচিত হবে।

নগর পরিকল্পনাবিদদের তত্ত্বাবধানে অংশগ্রহণমূলক পরিকল্পনা তৈরির এই উদ্যোগকে নগর উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের মতামত প্রতিফলিত হওয়ায় মাস্টারপ্ল্যান হবে বাস্তবসম্মত, কার্যকর ও দীর্ঘস্থায়ী।

কর্মশালায় উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিডার শামাউন আল নূর, নগর পরিকল্পনাবিদ আবীর, মাঠ সহকারী সজীব, প্রকল্প কর্মী মাফী। এছাড়াও পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, হিসাবরক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌর নগর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, পৌর কর নির্ধারক হাবিবুর রহমান, প্রধান সহকারী নূরুল ইসলামসহ নওহাটা পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।