রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘরে হেরিটেজ উৎসব ও প্রদর্শনী
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরে শুক্রবার হেরিটেজ উৎসব ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নসম্পদ ও বহুমাত্রিক সাম্প্রদায়িক সংস্কৃতিকে উদযাপন করতে এই আয়োজন করা হয়। উৎসবে ছিল ঐতিহ্যবাহী হস্তশিল্প ও জাদুঘরের মূল্যবান সংগ্রহ থেকে ২৫টি গুরুত্বপূর্ণ নির্দশনের বিশেষ প্রদর্শনীসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন উপস্থাপন। দিনব্যাপী এই আয়োজনের লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কৃতির প্রতি সচেতনতা বাড়ানো। উৎসবের সাংস্কৃতিক পরিবেশনায় ছিল সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্য, গম্ভীরা ও আলকাপ। এর মধ্যে দিয়ে বরেন্দ্রভূমির আঞ্চলিক লোকসংস্কৃতির অনন্য অভিজ্ঞতা দেওয়া হয়।
সকালে জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে এই আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কো চেয়ার প্রফেসর রবিন কনিংহাম, ঢাকার ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের প্রফেসর শাহনাজ হুসনে জাহান ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ও ভিআরএম ক্যাপাসিটি স্ট্রেনদেনিং ফেইজ-২ এর সমন্বয়ক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বরেন্দ্রভূমির ঐতিহ্য বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্রের এক উজ্জল নিদর্শন। বঙ্গীয় শিল্পকলার নিদর্শনের সংগ্রহ নিয়ে গড়ে ওঠা বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। এই জাদুঘরের সংগ্রহের অন্যতম অংশ হচ্ছে বরেন্দ্রভূমির বহুমাত্রিক ঐতিহ্যের নির্দশনসমূহ যার নির্বাচিত অংশ আজ দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দিনব্যাপী এই হেরিটেজ উৎসবে আমাদের সমৃদ্ধ শিল্প-সংস্কৃতিকে তুলে ধরতে পেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। বিকেলে উৎসবে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।








