ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১০:৫৮ অপরাহ্ন

রাজশাহীতে প্রচারণা শুরু করেই মিনু বললেন, ‘সবাই এক কাতারে রয়েছি’

  • আপডেট: Friday, November 28, 2025 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু শুক্রবার বাদ জুম্মা শাহমখদুম রুপোশ (রা:) এর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেছেন। তিনি নেতাকর্মীদের নিয়ে দরগা জামে মসজিদে নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন।

এ সময়ে তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলে কোন ভেদাভেদ নাই। সবাই এক কাতারে রয়েছি। তিনি আরো বলেন, ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীক শুধু বিএনপির নয়। দেশের সকল জনগণের। এজন্য কারো কথায় বিভ্রান্ত না হয়ে আসছে নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

এরপূর্বে বাদ জুম্মা অত্র মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর তিনি ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা সম্মলিত লিফলেট বিতরণ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, শাহমখদুম থানার বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মাসুদ, মতিহার থানা বিএনপি’র সভাপতি একরাম আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা বিএনপির (পশ্চিম) সভাপতি শামসুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির (পূর্ব) সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও চন্দ্রিমা থানা বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার ও সদস্য সচিব নাসিম খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস