ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১১:২৪ অপরাহ্ন

বাঘায় আমগাছের ডালের চাপায় প্রাণ গেল পাওয়ার টিলার চালকের

  • আপডেট: Friday, November 28, 2025 - 10:17 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে গিয়ে জমির আইলে (কিনারে) আমগাছের ডালের চাপায় হাসান আহম্মেদ (২০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা টলটলিপাড়া গ্রামের আনারুল ইসলামের ছোট ছেলে।

জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিয়ে অমরপুর মাঠে পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে আসেন চালক হাসান আহম্মেদ। সাবর আলীর জমিতে চাষ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। জমির আইলে (কোনে) আমগাছের কাছে ব্যাক (পেছন) গিয়ার দিয়ে ঘুরতে গিয়ে আমগাছের ডালের চাপা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জমির মালিক সাবর আলী জানান, ঘটনার সময় পাশের একটি জমিতে সার দিচ্ছিলাম। দূর থেকে দেখি ড্রাইভার হাসান আহম্মেদ আমগাছের ডালের সঙ্গে পাওয়ার টিলারের হ্যান্ডেলের চাপা খেয়ে আছেন। আমি নিজে তাকে উদ্ধার করার চেষ্টা করে না পেরে সহযোগিতা চেয়ে চিৎকার দিই। পরে পাশে জমিতে কাজ করা মাসুদসহ অন্যরা এলে ডালের চাপা থেকে তাকে উদ্ধার করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. খালেকুজ্জামান জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়েছে।

হাসানের পিতা আনারুল ইসলাম বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে তুষার ঢাকায় থাকে। ছোট ছেলে হাসান কৃষিকাজ করে। তারা দুই ভাই রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক করে বাড়িতে একই বেডে শুয়ে ছিল। হাসান সকালে পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে গিয়ে দুর্ঘটনা হয়। সংবাদ পেয়ে সেখানে গিয়ে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। বিকেল ৩টায় জানাজার নামাজ শেষে পাারবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, এ দুর্ঘটনার একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।