চাঁপাইনবাবগঞ্জে শাসন করতে গিয়ে সন্তানকে মেরেই ফেললেন মা!
শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সন্তানকে শাসন করতে গিয়ে মায়ের হাতে সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আসিক (১২) গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলেয়া বেগম তার শিশুপুত্র আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুসি ও লাথি মারেন। এতে স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় আসিক।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।








